ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আ.লীগের জাতীয় পরিষদ সদস্য হলেন আবদুর রহমান বি.কম

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৪ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৯
আ.লীগের জাতীয় পরিষদ সদস্য হলেন আবদুর রহমান বি.কম আবদুর রহমান বি.কম

ফেনী: আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য হয়েছেন ফেনী জেলা আওয়ামী লীগের সদ্য সাবেক সভাপতি আবদুর রহমান বি.কম।

শনিবার (২৬ অক্টোবর) রাতে অনুষ্ঠিত ভোটে সভাপতি পদে হেরে যাওয়ার পর তাকে জাতীয় পরিষদের সদস্য পদে অর্ন্তভূক্তির ঘোষণা দেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

২০০১ সালের ১৭ আগস্ট যৌথ বাহিনীর অভিযানের মুখে জেলা আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন হাজারীর পর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পান যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুর রহমান বি.কম।

২০০৯ সালের উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী হয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১২ সালের ২৬ ডিসেম্বর জেলা আওয়ামী লীগের সম্মেলনে একশর বেশি ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন তিনি। তার প্রতিদ্বন্দ্বী ভারপ্রাপ্ত সভাপতি আজিজ আহম্মদ চৌধুরী ৪৯ ভোট পেয়ে হেরে যান।

ছাত্রজীবনে সবশেষে ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদস্য ও এর আগে মহকুমা ছাত্রলীগের (অবিভক্ত নোয়াখালী জেলা) সহ-সভাপতি ছিলেন রহমান বি.কম।

৬৯ সালে শহরের দুলাল সিনেমা হলে অনুষ্ঠিত ফেনী জেলা আওয়ামী লীগের সম্মেলনে খাজা আহম্মদ ও এমএস হুদা নেতৃত্ব পান। ওই কমিটির সাংগঠনিক সম্পাদক হন আবদুর রহমান বি.কম।

সেই থেকেই আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় পথচলা তার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমলে বাকশাল গঠনের সময় জেলা যুগ্ম-সম্পাদক ছিলেন বিশিষ্ট এ মুক্তিযোদ্ধা।

বাংলাদেশ সময়: ০২৩৫ ঘন্টা, অক্টোবর ২৭, ২০১৯
এসএইচডি/
এসআই‌এস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।