ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘প্রকল্প-সিন্ডিকেট করে টাকা লুটে নিচ্ছে সরকার’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৯
‘প্রকল্প-সিন্ডিকেট করে টাকা লুটে নিচ্ছে সরকার’ বক্তব্য রাখছেন জোনায়েদ সাকি। ছবি: জিএম মুজিবুর

ঢাকা: সিন্ডিকেট ও নানা প্রকল্পের মাধ্যমে সরকার টাকা লুটে নিচ্ছে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

রোববার (২৪ নভেম্বর) সকালে রাজধানীর কারওয়ান বাজারে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) সামনে ‘অন্ন বস্ত্র বাসস্থান চাই, বাঁচার মতো বাঁচতে চাই’ স্লোগানে সব নিত্যপণ্যের দাম কমানোসহ ছয় দফা দাবিতে আয়োজিত বিক্ষোভে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ‘আমরা সাধারণ জনগণ’ নামে একটি সংগঠন এ বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে।

 

জোনায়েদ সাকি বলেন, সরকার পেঁয়াজের দাম বাড়িয়ে সিন্ডিকেটের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লুটে নিয়েছে। শুধু পেঁয়াজ নয়, চালের দাম কেজিতে আট টাকা বেড়েছে, ওষুধের দাম ৫০ ভাগ বাড়িয়ে দিয়েছে। এভাবেই সরকার দাম বাড়িয়ে সিন্ডিকেটের সঙ্গে যোগসাজশ করে জনগণের পকেট কেটে নিচ্ছে।  

তিনি বলেন, সরকার লুটপাট করে বিপুল পরিমাণ টাকা পাচার করছে। বছরে ৬৫ থেকে ৭০ হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে। এই হিসাবে গত ১৩ বছরে সরকার আট লাখ কোটি টাকা পাচার করেছে, যা দিয়ে আমাদের দেশে দু’টি বাজেট করা সম্ভব হতো।

গণসংহতি আন্দোলনের নেতা বলেন, সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হলে এটি সম্ভব হতো না। আমাদের ঐক্যবদ্ধ হয়ে সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে।

গণসংহতি আন্দোলনের সম্পাদকমণ্ডলীর সদস্য জুলহাস নাইম বাবু বলেন, পেঁয়াজের দাম অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। গড়ে ৩৫ টাকা করে কিনে সেই পেঁয়াজ ২৫০ টাকায় বিক্রি করে সাড়ে তিন হাজার কোটি টাকা সিন্ডিকেটের মাধ্যমে সরকার নিয়ে গেছে।

সংগঠনের আহবায়ক ফিরোজা বেগম বলেন, আমাদের ভয় পেলে চলবে না, প্রতিবাদ করতে হবে। প্রতিবাদ না করলে পেঁয়াজের দাম হাজার টাকায় পৌঁছাবে।

বিক্ষোভে সুশাসন, ভোটাধিকার নিশ্চিত, বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা, দ্রব্যমূল্যের দাম কমানো, যানজট নিরসন ও মানবাধিকার নিশ্চিতসহ সরকারের তাছে ছয় দফা দাবি জানানো হয়।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৯
এসএমএকে/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।