ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সিলেট সদর আ’লীগের কমিটি স্থগিত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১২ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৯
সিলেট সদর আ’লীগের কমিটি স্থগিত

সিলেট: ঘোষণার একদিন পর সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের কমিটি স্থগিত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যার পর কমিটি স্থগিত করা হয়।

আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেটের দায়িত্বপ্রাপ্ত) আহমদ হোসেন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, কমিটি বাতিল করা হয়নি। রিভিউ করে দেখার জন্য পুরো কমিটি স্থগিত করা হয়েছে।


 
এর আগে সোমবার (২৫ নভেম্বর) সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের পর কাউন্সিলে কমিটি দিতে না পেরে পরবর্তীতে শহরে এসে কমিটি ঘোষণা দেন দায়িত্বশীল নেতারা।
 
কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নিজাম উদ্দিনকে সভাপতি এবং মোগলগাঁও ইউপির চেয়ারম্যান হিরণ মিয়াকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করেন জেলা ও কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতারা। কিন্তু কমিটির সাধারণ সম্পাদক পদে মোগলগাঁও ইউপির চেয়ারম্যান হিরণ মিয়াকে ‘অনুপ্রবেশকারী’ হিসেবে অভিযোগ করেন কাউন্সিলরদের কয়েকজন।
 
তাদের অভিযোগ, হিরণ মিয়া যুক্তরাজ্যে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। এ ইস্যুতে নেতাকর্মীরা পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে দেখা করলে তিনি উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন বলেও জানা গেছে।
 
আহমদ হোসেন বলেন, হিরণ মিয়া নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। উপজেলা ও জেলার নেতারা সে সময় তাকে মনোনয়ন দেওয়ার বিষয়ে সুপারিশও করেন। তারপরও তিনি কমিটি রিভিউ করার জন্য স্থগিত রেখেছেন।
 
আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেন, তিনি (হিরণ মিয়া) নৌকা প্রতীকে আওয়ামী লীগের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি আগেও আওয়ামী লীগে ছিলেন। তারপরও কমিটি স্থগিতের বিষয়টি তিনি জানতে পেরেছেন।
 
বাংলাদেশ সময়: ০২১১ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৯
এনইউ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।