ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

গুজব ছড়িয়ে জিনিসপত্রের দাম বাড়াচ্ছে বিএনপি-জামায়াত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৬ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৯
গুজব ছড়িয়ে জিনিসপত্রের দাম বাড়াচ্ছে বিএনপি-জামায়াত

পঞ্চগড়: বিএনপি-জামায়াত ষড়যন্ত্রের মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করে বলে মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, বিএনপি-জামায়াতের একমাত্র অস্ত্র সহিংসতা।

স্বাধীনতা বিরোধী শক্তিরা এখনো সক্রিয়। তারা অসত্য খবর প্রচারের মাধ্যমে এ সমাজকে আবারও অস্থির করার চেষ্টা করছে। গুজব ছড়িয়ে জিনিসপত্রের দাম বাড়িয়ে দিচ্ছে।

নূরুল ইসলাম সুজন বলেন, অন্যদল থেকে সুবিধাবাদীরা আমাদের দলে ঢুকে যেন জনগণকে বিভ্রান্ত করতে না পারে সেজন্য সজাগ থাকতে হবে। তারা যেন বিশৃঙ্খলা ও সন্ত্রাস তৈরি না করতে পারে।

এসময় সম্মেলনে উপস্থিত ছিলেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্বাস আলী ও আবু তোয়াবুর রহমানসহ জেলা ও দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিট আওয়ামী লীগের নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।