ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

উন্নয়নের লক্ষ্যমাত্রায় পৌঁছাতে সবার জন্য কাজ করতে হবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২০ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৯
উন্নয়নের লক্ষ্যমাত্রায় পৌঁছাতে সবার জন্য কাজ করতে হবে স্থানীয় সকরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম, ছবি জিএম মুজিবুর

স্থানীয় সকরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, দেশে শেখ হাসিনার নেতৃত্বে বহুমূখী পদক্ষেপের মাধ্যমে অভূতপূর্ব উন্নয়ন হচ্ছে। উন্নয়নের লক্ষ্যমাত্রায় পৌঁছাতে হলে সকল শ্রেণি পেশার মানুষের জন্য কাজ করতে হবে। সামগ্রকি উন্নয়নে সবাইকে অংশগ্রহণ করতে হব।

শনিবার (৩০ নভম্বের) বিকেলে গুলশানের শহীদ তাজ উদ্দিন আহমেদ মমোরিয়াল পার্কে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন,  আমরা দারিদ্র, অন্যায়, অত্যাচার, অবিচারের বিরুধে কাজ করতে হবে।

ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে। আমাদের শিক্ষা, স্বাস্থ্য,  সুন্দর পরিষ্কার বাংলাদেশর জন্য কাজ করতে হবে। এই মুহূর্তে নারীদের বাদ দিয়ে কোনো  ধরনের  জাতীয় উন্নয়ন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

তাজুল ইসলাম বলেন, গ্রামগঞ্জ থেকে শুরু করে সবত্রই নারীদের এগিয়ে আসতে হবে। দেশের উন্নয়নে নারীদের পাশে রাখতে হবে। নারীর অধিকার, নারী সংহসিতা রোধে একসঙ্গে কাজ করেতে হবে।


‘সবাই মিলে সবার ঢাকা, নারী-পুরুষ সমতা রুখতে পারে সংহসিতা’ এই শ্লোগানে নারীর  ১৬ দিনের কর্মসূচীর সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। এসময় বিশেষ অতিখি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সেলিনা আহমেদ, অপরাজিত হক, শবনম জাহান ও ক্রিকেটার তাসকির আহমেদ।

 

তাসকির আহমেদ বলেন, ছেলে মেয়েদের খেলাধুলা জন্য মাঠে যাওয়ার প্রবনতা কমে যাচ্ছে। এই অবস্থা চলতে থাকলে উদীয়মান খেলোয়ারের সংখ্যা কমতে থাকবে। তাই অবসর সময়ে ছেলে মেয়েদের মাঠে পাঠানোর অনুরোধ করেন তিনি।  
 

সভাপতির বক্তব্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম স্থানীয় মন্ত্রীর উদ্দ্যেশ করে বলেন, শারীরিক ভাবে অসুস্থ ব্যক্তিরা যাতে হুইল চেয়ার নিয়ে বাসে উঠতে পারে। তাদের জন্য বহুতল ভবনে ওঠার ব্যবস্থাও রাখতে হবে। তাদের চলার ক্ষেত্রে যেন কারও সাহায্য সহযোগিতা না লাগে সেদিকে নজর দিতে হবে।

 

মেয়র বলেন, ডিএনসিসিএর প্রত্যেকটি ওয়ার্ডে অভিযোগ বক্স বসানো হয়েছে। প্রতি মাসে একবার এই বক্স খোলা হবে। এই বক্স খোলার সময় নানা পেশার মানুষ রাখা হবে। যাতে সবাই বুঝতে আমাদের বিরুদ্ধে কোন ধরনের অভিযোগ আসে।  


বাংলাদেশ সময়: ০০২০ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৯
পিএস/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।