ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

দীঘিনালায় গুলিতে ইউপিডিএফ সদস্যসহ নিহত ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫২ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২০
দীঘিনালায় গুলিতে ইউপিডিএফ সদস্যসহ নিহত ২

খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার বানছড়ি প্রেসবাজারে প্রতিপক্ষের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) প্রসিত গ্রুপের এক সদস্যসহ দু’জন নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল পোনে ৯টার দিকে এ ঘটনা ঘটে।  

খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার এমএম সালাউদ্দিন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশ সদস্যরা।

 নিহত দু’জন হলেন, বাঙাল্লা চাকমা (৩৫) ও বাবুল চাকমা (৩০)।

এরমধ্যে বাঙাল্লা চাকমা অটো রিকশাচালক এবং বাবুল চাকমা ইউপিডিএফ সদস্য।

এ ব্যাপারে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) প্রসিত গ্রুপের জেলা সংগঠক অংগ্য মারমা ঘটনার জন্য জনসংহতি সমিতির সংস্কার গ্রুপের সন্ত্রাসীদের দায়ী করেছেন।  

তিনি বলেন, সন্ত্রাসীদের গুলিতে এক ইউপিডিএফ সদস্য ছাড়াও টমটম চালক গ্রামবাসী মারা গেছেন। আমি এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান।

বাংলাদেশ সময়: ১১৪৭ ঘণ্টা,  এপ্রিল২৮, ২০২০
এডি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।