বুধবার (১৫ জুলাই) রাতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) ডা. শামীম কবির বাংলানিউজকে জানান, গত কয়েকদিন আগে সুন্নার শরীরে করোনার উপসর্গ লক্ষ্য করা যায়।
জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান জানান, ফেরদৌস ওয়ারা সুন্না জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক পদে দায়িত্বরত ছিলেন। সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে তার দাফন সম্পন্ন করা হবে।
বুধবার পর্যন্ত চুয়াডাঙ্গায় নতুন ১৩ জনসহ মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৩৩৬ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২০৫ জন। আর মারা গেছেন চার জন।
বাংলাদেশ সময়: ০২৪৫ ঘণ্টা, জুলাই ১৬, ২০২০
আরআইএস