বৃহস্পতিবার (১৬ জুলাই) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ হানিফ (খোকন) ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জনাব মো. ইনসুর আলী সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা উল্লেখ করেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বৃহস্পতিবার (১৬ জুলাই) বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার কারাবন্দি দিবস।
নেতৃবৃন্দ আরও বলেন, জননেত্রী শেখ হাসিনাকে গ্রেফতারের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রকে অবরুদ্ধ করে রাখার চেষ্টা চালানো হয়। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃবৃন্দের আন্দোলনের মুখে দীর্ঘ প্রায় ১১ মাস পর ২০০৮ সালের ১১ জুন শেখ হাসিনাকে কারাগার থেকে মুক্তি দিতে বাধ্য হয় সেনা-সমর্থীত সরকার। শেখ হাসিনার কারামুক্তির মাধ্যমে বাংলাদেশ পুনরায় গণতন্ত্র ফিরে পায়।
বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, জুলাই ১৬, ২০২০
আরকেআর/ওএফবি