ঢাকা: আয় কমলেও গত পঞ্জিকা বছরের চেয়ে এবার অর্ধলক্ষাধিক টাকা ব্যয় বেড়েছে প্রধান বিরোধীদল জাতীয় পার্টির (জাপা)। নির্বাচন কমিশনে (ইসি) দাখিল করা দলটির গত দুই বছরের আয়-ব্যয়ের হিসাব পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে।
২০১৯ সালে দেওয়া হিসাব অনুযায়ী, ২০১৮ পঞ্জিকা বছরে জাপার আয় হয়েছিল ১ কোটি ৯৭ লাখ ৩৬ হাজার টাকা। আর ২০১৯ সালে দলটির আয় হয়েছে ১ কোটি ৯৬ লাখ ২২ হাজার ৫৪৫ টাকা। অর্থাৎ এক বছরে কমেছে ১ লাখ ১৪ হাজার টাকা।
এছাড়া গত বছর (২০১৮ পঞ্জিকা বছর) দলটির ব্যয় হয়েছিল ১ কোটি ২০ লাখ ২৬ হাজার টাকা। এতে তখন উদ্বৃত্ত ছিল ৭৭ লাখ ১০ হাজার টাকা। এবার ব্যয় হয়েছে (২০১৯ পঞ্জিকা বছর) ১ কোটি ৭৬ লাখ ৯৯ হাজার ৫৭০ টাকা। অর্থাৎ বর্তমানে দলটির উদ্বৃত্ত আছে ১৯ লাখ ২২ হাজার ৯৭৫ টাকা। দুই বছরের ব্যয়ের হিসেব তুলনা করলে দেখা যায়, গত বছরের তুলনায় এবার দলটিতে প্রায় ৫৭ লাখ টাকা বেশি ব্যয় হয়েছে।
দলগুলো সদস্যের চাঁদা, অনুদান, প্রকাশনা থেকে আয় করে থাকে। আর ব্যয় করে দলীয় প্রচার, নির্বাচনী প্রচার, দলীয় কার্যালয় ব্যয়সহ বিভিন্ন খাতে।
গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, প্রতিবছর ৩১ জুলাইয়ের মধ্যে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর আগের পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব জমা দিতে হয়। এক্ষেত্রে দলগুলোর হাতে আর এক সপ্তাহের মতো সময় আছে। ইসিতে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৪১টি।
বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, জুলাই ২১, ২০২০
ইইউডি/ওএইচ/