ঢাকা: ‘বন্যা ও মহামারিতে মানুষের দুর্দশা কমাতে এবং দেশের সম্পদ, জমিজমা, ফসল ও পশু-পাখি রক্ষার্থে প্রয়োজন গণমুখী পরিকল্পনা ও পদক্ষেপ, যা সঠিকভাবে নির্বাচিত গণতান্ত্রিক সরকার ছাড়া অসম্ভব। ’
গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া শনিবার (২৫ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এসব কথা বলেন।
গণফোরামের এ দুই শীর্ষ নেতা বলেন, ‘কুড়িগ্রাম, লালমনিরহাট, সিরাজগঞ্জ, জামালপুর, সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জসহ দেশের উত্তর ও মধ্য অঞ্চলে ব্যাপক বন্যায় মানুষ সীমাহীন দুর্দশার মধ্যে পড়েছে। কোনো কোনো অঞ্চলে এবার কয়েক দফায় বন্যা হয়েছে। মানুষের ঘরবাড়ি, জমিজমা, নদী ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে। ফসল তলিয়ে যাওয়ায় কৃষক সর্বস্বান্ত। এর মধ্যে ফারাক্কা বাঁধ খুলে দেওয়ার কারণে ধ্বংস-তাণ্ডব ব্যাপকতা লাভ করেছে। বড় বড় দালানকোঠা, স্কুলভবন নদী ভাঙনে বিলীন হয়ে গেছে। করোনা ভাইরাস মহামারির মধ্যে এ বন্যায় মানুষ চরম অসহায়। ’
তারা বলেন, ‘বানভাসিদের জন্য প্রয়োজন সাময়িক আশ্রয় শিবির ও প্রয়োজনীয় ত্রাণ সাহায্য। আমরা অসহায়দের আশ্রয়কেন্দ্রে স্থান দিয়ে প্রয়োজনীয় ত্রাণ দেওয়ার জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। বন্যা নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে কৃষককে প্রয়োজনীয় চারা বীজ ও ঋণ দেওয়ার জন্যও দাবি জানাচ্ছি। আমাদের দেশে বন্যা নিয়ন্ত্রণ ও নদী শাসনে কোনো সরকারই যথাযথ উদ্যোগ নেয়নি। এক্ষেত্রে মানুষের দুর্দশা কমাতে ও দেশের সম্পদ, জমিজমা, ফসল ও পশু-পাখি রক্ষার্থে প্রয়োজন গণমুখী পরিকল্পনা ও পদক্ষেপ, যা সঠিকভাবে নির্বাচিত গণতান্ত্রিক সরকার ছাড়া অসম্ভব। ’
বাংলাদেশ সময়: ১৩৪৯ ঘণ্টা, জুলাই ২৫, ২০২০
এমএইচ/এফএম