ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘দুর্নীতির বিরুদ্ধে সংগ্রামে ভাসানী অনুপ্রেরণার উৎস’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, জুলাই ২৬, ২০২০
‘দুর্নীতির বিরুদ্ধে সংগ্রামে ভাসানী অনুপ্রেরণার উৎস’

ঢাকা: দেশ করোনা-বন্যার পাশাপাশি দুর্নীতিবাজদের কালো থাবায় ক্ষত-বিক্ষত। চারদিকে দুর্নীতিবাজদের জয়জয়কার।

রাজনীতি আজ দুর্নীতিবাজদের নিয়ন্ত্রণে চলে যাচ্ছে। দুর্বৃত্তায়ন ও দুর্নীতির বিরুদ্ধে লড়াই-সংগ্রামে মওলানা ভাসানী সমগ্র জাতির অনুপ্রেরণার উৎস। তার সংগ্রামী জীবন আমাদের দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার লড়াইয়ে পথ দেখায়।

রোববার (২৬ জুলাই) ন্যাপ'র ৬৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ন্যাপ আয়োজিত ভার্চ্যুয়াল আলোচনাসভায় নেতারা একথা বলেন।

সভাপতির বক্তব্যে ন্যাপ মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া বলেন, ঐতিহাসিক প্রেক্ষাপটে মওলানা ভাসানীর নেতৃত্বে যেমন আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছিল, তেমনই ন্যাপ প্রতিষ্ঠিত হয়েছিল। বাংলার মানুষের অধিকার আন্দোলন, স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা ও গণতন্ত্র প্রতিষ্ঠায় ন্যাপ সব সময়ই ঐতিহাসিক ভূমিকা পালন করেছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।

জাতীয় ঐক্যফ্রন্ট নেতা এটিএম গোলাম মাওলানা চৌধুরী বলেন, জনগণের অধিকার আদায়ের রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে। আর সেই পথের নির্দেশনা দিয়ে গেছেন মজলুম জননেতা মওলানা ভাসানী। মওলানা ভাসানীর আদর্শের ভিত্তিতে বাংলাদেশ ন্যাপকে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণের রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত করতে দলের বর্তমান নেতৃত্বকে কাজ করতে হবে।

বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়ার সভাপতিত্ব ও সঞ্চালনায় আলোচনায় অংশ নেন জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ইকবাল হোসেন রাজু, বাংলাদেশ লেবার পার্টি (একাংশের) চেয়ারম্যান হামদুল্লাহ আল মেহেদী, এনডিপি (একাংশের) মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, জাগপা সাধারণ সম্পাদক এস এম শাহাদাত, জাতীয় কৃষক-শ্রমিক মুক্তি আন্দোলন সমন্বয়ক মো. মহসিন ভুইয়া, দলের ভাইস চেয়ারম্যান স্বপন কুমার সাহা, যুগ্ম মহাসচিব মো. নুরুল আমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো. কামাল ভুইয়া, নির্বাহী সদস্য মো. বেলায়েত হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, জুলাই ২৬, ২০২০
এমএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।