ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

করোনা সংকট দ্রুত কাটিয়ে ওঠার প্রত্যাশা আমুর

স্পেশাল করেসপন্ডন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, আগস্ট ১, ২০২০
করোনা সংকট দ্রুত কাটিয়ে ওঠার প্রত্যাশা আমুর আমির হোসেন আমু

ঢাকা: চলমান করোনা সংকট দ্রুত কাটিয়ে ওঠার প্রত্যাশা ব্যক্ত করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু।

শনিবার (১ আগস্ট) ঈদুল আজহা উপলক্ষে এক ভিডিও বার্তায় তিনি এ প্রত্যাশা ব্যক্ত করেন।

আমু বলেন, ঈদুল আজহা উপলক্ষে ১৪ দলের পক্ষ থেকে দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকের এদিনে মহান আল্লাহর কাজে কায়মনোবাক্যে প্রার্থনা করি করোনা ভাইরাস মহামারি থেকে মানুষ যেন দ্রুত রক্ষা পায়। তিনি যেন দ্রুত এ সংকট থেকে উত্তরণ ঘটিয়ে আলোকিত জীবনে ফিরিয়ে আনেন। যারা অসুস্থ আছেন আমি তাদের দ্রুত সুস্থতা কামনা করছি।  

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য বলেন, বানভাসি মানুষরা যেন সাহসিকতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করার শক্তি পায়। সেসঙ্গে আমি আমার নির্বাচনী এলাকা ঝালকাঠির মানুষদের ঈদের শুভেচ্ছা জানাই। এবারের ঈদে আমি সেখানে যেতে না পারায় দুঃখ প্রকাশ করছি। আপনারা নিশ্চয়ই জানেন আমি কেন যেতে পারলাম না। তবে আপনাদের সঙ্গে আমার তো সবসময় যোগাযোগ রয়েছে। সবার সুস্থতা কামনা করছি।

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, আগস্ট ০১, ২০২০
এসকে/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।