ভোলা: বঙ্গবন্ধুর দু’টি স্বপ্ন ছিল উল্লেখ করে সাবেক বাণিজ্যমন্ত্রী ও ভোলা-১ (সদর) আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, স্বপ্ন দু’টির একটি বাংলার স্বাধীনতা অন্যটি ক্ষুদামুক্ত ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়া।
তিনি বলেন, ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানকে হত্যা করে এ দেশ থেকে গণতন্ত্র চিরতরে মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল।
শনিবার (১৫ আগস্ট) বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবসে ভোলা জেলা আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল পরিণত করেছেন শেখ হাসিনা। যারা বাংলাদেশকে তুচ্ছ করেছিল, তারাই এখন বাংলাদেশের প্রশংসা করছে।
জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি দোস্ত মাহামুদের সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম নকিব, সাংগঠনিক সম্পাদক মঈনুল হোসেন বিপ্লব, ভোলা সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, ভোলা পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ আলী নেওয়াজ পলাশসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
পরে ৭৫-এর ১৫ আগস্টে নিহতদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এর আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলীয় নেতা কর্মীরা।
বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২০
এসআরএস