ঢাকা: বিএনপির উদ্দেশে ডাকসুর ভিপি নুরুল হক নুর বলেছেন, ‘কাপুরুষতা নিয়ে রাজপথে আসবেন না, রক্ত ঝরবে, মার খাবো রাজপথ ছাড়বো না। ২০০ জনের উপস্থিতে ২০ জন পুলিশ আসবে আর চলে যাবো এটা নয়।
সোমবার (১৭ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে রণাঙ্গনে মুক্তিযোদ্ধা ও মুক্তযুদ্ধের প্রজন্ম আয়োজিত এক মানববন্ধনে এসব কথা বলেন তিনি।
নুর বলেন, ‘মুক্তিযোদ্ধার সন্তান মেজর (অব.) সিনহা হত্যা অনাকাঙ্ক্ষিত বা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, এটা পরিকল্পিত হত্যা। যারা অনাকাঙ্ক্ষিত বলছেন তারা এটার পক্ষে সাপাই গাইছেন। আজ সরকার একটা ঘটনা ঘটাবে এটাকে লুকাতে আবার অন্যটি সাজানো হবে। যখন কোনো সমস্যা আসবে তখনই মাঠে আসতে হবে। ’
বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘কাপুরুষতা নিয়ে রাজপথে আসবেন না, রক্ত ঝরবে, মার খাবো তবুও রাজপথ ছাড়বো না। ২০০ জনের উপস্থিতে ২০ জন পুলিশ আসবে আর চলে যাবো এটা নয়। পুলিশকে বোঝাতে হবে, সব পুলিশ অমানুষ না। ভালো মানুষ আছে অনেক সংখ্যক। আমাকে বার বার আক্রমণ করা হয়েছে, রক্ত ঝরানে হয়েছে তবুও রাজপথে আছি, থাকবো। ’
নুর বলেন, ‘মহামারির মধ্যে স্বাস্থ্যখাতে বড় মহামারি চলছে। সর্বত্র অথর্ব লোক বসানো হয়েছে, তারা লুটপাট করছে। প্রশাসনে দলীয়করণ করে ভেঙে দেওয়া হয়েছে। এখন একটাই পথ খোলা আছে অথর্ব লোক হটিয়ে আমাদের গণতন্ত্রকে উদ্ধার করতে হবে। ’
বিএনপির ভাইচ চেয়ারম্যান হাফিজ উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে আরও বক্তব্য রাখেন- নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিএনপি নেতা সাবেক সেনা কর্মকর্তা জয়নাল আবেদিন, সিরিন আক্তার, ইশরাক হোসেন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২০
ইএআর/আরবি/