ঢাকা বিশ্ববিদ্যালয়: সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে পরিচিতি লাভ করে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। দীর্ঘ আন্দোলন, নির্যাতন, সরকারের দাবি মেনে নেওয়ার মধ্য দিয়ে তরুণ প্রজন্মের কাছে সংগঠনটিকে ঘিরে একটা আগ্রহ লক্ষ্য করা যায়।
এবার বড় পরিসরে কাজ করতে দেশের জাতীয় রাজনীতিতে আত্মপ্রকাশ করার জন্য কাজ করছে সংগঠনটির নেতাকর্মীরা। এরই মধ্যে ঢাকা-১৮ আসনে উপ-নির্বাচনে লড়াতে প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে তারা। দুই মাসের মধ্যে অন্যান্য সংগঠনের কার্যক্রম গুছিয়ে এনে নতুন রাজনৈতিক দল গঠন করার পরিকল্পনা সামনে রেখে নিজেদের প্রস্তুত করছেন ছাত্র অধিকার পরিষদ সংশ্লিষ্টরা।
এ বিষয়ে জানতে চাইলে ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন বাংলানিউজকে বলেন, আমরা সংগঠনকে গোছানোর কাজ করছি। আমাদের সঙ্গে যারা কাজ করতে চান তাদের সঙ্গে কথা বলছি। অগ্রাধিকার ভিত্তিতে দেশের প্রতিটি জেলায় ছাত্র অধিকার পরিষদের কমিটি গঠনের কাজ চলছে। ইতোমধ্যে আমরা বেশ কয়েকটি জেলায় কমিটি ঘোষণা করেছি।
রাজনৈতিক দল গঠন প্রসঙ্গে এ ছাত্রনেতা বলেন, আমরা আমাদের সমমনা সংগঠনগুলোর কমিটি, নীতিমালা পূর্ণাঙ্গ করতে চাই। ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, প্রবাসী অধিকার পরিষদ, পেশাজীবী অধিকার পরিষদের গঠন, পূর্ণাঙ্গকরণের কাজ চলমান রয়েছে। আমরা আশা করছি দুই মাসের মধ্যে এসব কাজ শেষ করতে পারবো। তারপর সবাই মিলে রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্ত চূড়ান্ত করবো।
ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচনে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের প্রার্থী হওয়া নিয়ে জানতে চাইলে মামুন বলেন, এ বিষয়টি নিয়ে সংগঠনের মধ্যে আলোচনা হয়েছে। প্রাথমিকভাবে আমরা সিদ্ধান্ত নিয়েছি নির্বাচন করার। তবে এটি চূড়ান্ত নয়। কারণ জাতীয় নির্বাচনে অংশগ্রহণ, রাজনৈতিক দল গঠন কিংবা স্বতন্ত্রভাবে অংশগ্রহণ সব কিছুর জন্য প্রস্তুতির বিষয় রয়েছে। আমরা আলোচনা করে সিদ্ধান্ত চূড়ান্ত করবো।
এদিকে নিজের প্রার্থিতার বিষয়ে নুরুল হক নূর বাংলানিউজকে বলেন, আমরা সম্প্রীতির রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই। আমরা তরুণদের প্রাধান্য দিয়ে একটা রাজনৈতিক দল গঠন করার ঘোষণা দিয়েছি। আমরা যেহেতু রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করতে চাচ্ছি সেকারণে ঢাকার দু’টি উপ-নির্বাচনে আমাদের অবস্থানটা যাছাই করার সুযোগ আছে।
তিনি বলেন, আমাদের মধ্যে ইতিবাচক আলোচনা হচ্ছে। যদিও তা চূড়ান্ত না। অনেকেই আশা প্রকাশ করছেন আমি যেন প্রার্থী হই। যেহেতু আমি উত্তরাতে পড়াশুনা করেছি। পাশাপাশি ঢাকা-৫ এ যেন আমাদের সংগঠন থেকে প্রার্থী দেই। যদিও আমরা নির্বাচনে অংশ নেই সেটি আমরা স্বতন্ত্রভাবে করবো।
বাংলাদেশ সময়: ২২২৮ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২০
এসকেবি/আরআইএস/