ঢাকা: বিএনপির কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের সব নেতাদের এখন থেকে ভার্চ্যুয়াল জগতে সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সূত্র জানায়, করোনা মহামারির কারণে দীর্ঘদিন ধরে দলের সাংগঠনিক কার্যক্রম বন্ধ রয়েছে।
এরই মধ্যে গত ২৫ আগস্ট মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেন্দ্রীয় এবং জেলার সব পর্যায়ের নেতাদের কাছে একটি চিঠি পাঠিয়েছেন। ওই চিঠিতে দলীয় নেতাকর্মীদের ভার্চ্যুয়াল আলোচনা সভাসহ ভার্চ্যুয়ালি সব কার্যক্রমে অংশ নেওয়ার অনুরোধ করেছেন তিনি।
চিঠি সূত্রে জানা যায়, দলের রাজনৈতিক কার্যক্রমকে গবেষণা ও তথ্য প্রযুক্তি নির্ভর ভার্চ্যুয়াল ক্ষেত্রে আরো বেশি শক্তিশালী করার লক্ষ্যে ২০১৬ সালের ১৯ মার্চ অনুষ্ঠিত ষষ্ঠ জাতীয় কাউন্সিলে একটি রিসার্চ ও কমিউনিকেশন প্রতিষ্ঠান স্থাপনের সিদ্ধান্ত হয়। সংশোধিত দলীয় গঠনতন্ত্র অনুসারে ওই বছরের ১ এপ্রিল দলীয় চেয়ারপারসনের প্রত্যক্ষ তদারকিতে বাংলাদেশ ন্যাশনালিস্ট রিসার্চ ও কমিউনিকেশন (বিএনআরসি) নামে একটি রিসার্চ সেল স্থাপন করা হয়। পরে ১ সেপ্টেম্বর দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া রিসার্চ ও কমিউনিকেশন সেলের তত্ত্বাবধানে বিএনপির কয়েকটি অফিসিয়াল ভার্চ্যুয়াল মিডিয়া আউটলেট উদ্বোধন করেন। বর্তমানে ওই বিএনআরসির তত্ত্বাবধানে পরিচালিত আউটলেটগুলো হলো-বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজ, বিএনপির ইউটিউব চ্যানেল, চেয়ারপারসনের টুইটার অ্যাকাউন্ট, দলীয় টুইটার, প্রো-ন্যাশনালিস্ট ব্লগ সাইট ইত্যাদি।
ওই চিঠিতে দলীয় নেতাকর্মীদের বলা হয়, দলের বিভিন্ন কর্মসূচি, সিদ্ধান্ত প্রেস রিলিজ, বিবৃতি, বাণী, সাংগঠনিক কার্যক্রম লাইভ, নেতাদের কর্মসূচি দলের তথ্য ইতিহাস ও বিএনপির কর্মসূচি ভিত্তিক বিভিন্ন আপডেট পেতে দলীয় অফিসিয়াল ফেসবুক পেজ নিয়মিত ভিজিট করুন। একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের উৎসাহিত করুন।
এছাড়া দলীয় নেতাদের এলাকাভিত্তিক সাংগঠনিক কর্মসূচির নিউজ, ভিডিও দলীয় ই-মেইল আইডিতে পাঠানোর অনুরোধ করা হয় চিঠিতে।
জানা গেছে, করোনাকালে সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মেনে চলার প্রয়োজনে স্বশরীরে উপস্থিত থেকে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা সম্ভব না হওয়ায় বিএনআরসির উদ্যোগে বিএনপির রাজনৈতিক সব কার্যক্রম ভার্চ্যুয়াল মাধ্যমে পরিচালিত হচ্ছে। এ সময়ে দলের প্রেস কনফারেন্স ও আলোচনা সভাও অনলাইনে আয়োজন করা হচ্ছে। এসব অনুষ্ঠান বিএনপির অফিসিয়াল ফেসবুকে সরাসরি সম্প্রচার ও পরে ভিডিও রেকর্ড সম্প্রচার করা হয়। এসব প্রোগ্রাম দলীয় নেতাকর্মীদের নিজেদের দেখতে ও অন্যকে দেখতে উৎসাহিত করতে অনুরোধ করা হয়েছে।
বিএনআরসির প্রধান সম্পাদক ও পরিচালক সাবেক এমপি জহির উদ্দিন স্বপন বাংলানিউজকে বলেন, ২০১৬ সালের জাতীয় কাউন্সিলে বিএনআরসি গঠনের সিদ্ধান্ত হয়। নতুন গঠনতন্ত্রের ১৪ নম্বর ধারায় প্রশিক্ষণ কেন্দ্র, গবেষণা কেন্দ্র ও মিডিয়া উইং- এ তিন ধরনের প্রতিষ্ঠান তৈরি করার কথা বলা আছে। সেই ধারা বলেই এ সংগঠন গবেষণা এবং মিডিয়া উইংয়ের কাজ করছে। ২০১৮ সালের দিকে আমাকে এর প্রধান সম্পাদক ও পরিচালকের দায়িত্ব দেওয়া হয়।
করোনাকালে ভার্চ্যুয়াল তৎপরতা বেড়েছে জানিয়ে তিনি বলেন, আগেও আমরা ফেসবুকে কার্যক্রম চালাতাম। তবে করোনা পরিস্থিতির বাধ্যবাধকতায় ভার্চ্যুয়াল তৎপরতা সব সংগঠনের যেমন বেড়ে গেছে, তেমনি বিএনপিরও বেড়েছে।
চিঠির বিষয়টি উল্লেখ করে জহির উদ্দিন স্বপন বলেন, মূলত আমি একজন রাজনৈতিক কর্মী। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেহেতু এ ধরনের একটি টেকনিক্যাল কাজের দায়িত্ব আমাকে দিয়েছেন, সেজন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মহাসচিবসহ দলের কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি সীমিত যোগ্যতা দিয়ে চেষ্টা করছি কাজটি চালিয়ে যাওয়ার জন্য।
দ্বিতীয়ত: চতুর্থ শিল্প বিপ্লবের পরে তথ্য প্রযুক্তি বা ভার্চ্যুয়াল জগত এখন আমাদের জন্য একটি অনিবার্য বাস্তবতা। কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বিশেষ করে রাজনৈতিক দলের মতো জননির্ভর যে প্রতিষ্ঠান, তাদের পক্ষে এ ভার্চ্যুয়াল জগতের বাইরে যাওয়ার আর কোনো সুযোগ নেই। সেই বাস্তবতার ভিত্তিতেই বিএনআরসির তৎপরতা বাড়ানোর মাধ্যমে গবেষণা এবং কমিউনিকেশনের কাজে নিয়োজিত আছি। গণমাধ্যমের সহযোগিতা ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিয়মিত যোগাযোগের ব্যবস্থা থাকবে, যোগ করেন তিনি।
খালেদা জিয়ার ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্টের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ম্যাডাম যেহেতু এখন সক্রিয় নেই, সেহেতু আইনগতভাবে এটার কার্যক্রম চালু রাখা যায় না। তবে বিএনপির অফিসিয়াল টুইটার আইডি নিয়মিত আপডেট হয়।
বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২০
এমএইচ/এসআই