ঢাকা: ভয়-ভীতির রাজনীতি থেকে বের হয়ে জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার করতে হবে বলে জানিয়েছেন গণফোরামের সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া।
শনিবার (২৯ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবে তোফাজ্জল হোসেন মানিক মিয়া অডিটোরিয়ামে গণফোরামের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা জানান।
রেজা কিবরিয়া বলেন, দেশে জনগণের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। এটি পুনরুদ্ধারে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবো এবং জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনবো।
তিনি বলেন, দেশের রাজনৈতিক কালচার পরিবর্তন করতে হবে। এখন যে রাজনীতি সেটি হচ্ছে সরকারকে জনগণ ভয় ভয়ে থাকে। যে রাজনীতিতে সরকার জনগণকে ভয় পায় আমাদের সেই রাজনীতি করতে হবে।
রেজা কিবরিয়া বলেন, দেশের উন্নয়নে তরুণদের এগিয়ে আসতে হবে। নতুন প্রজন্মকে সিদ্ধান্ত নিতে হবে দেশ কীভাবে চলবে।
গণফোরামের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য ও জাতীয় সংসদ সদস্য মোকাব্বির খানের সভাপতিত্ব অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- জহিরুল ইসলাম, শরীফুল ইসলাম সজল, তৌফিকুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, সরকার জনগণের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। দুর্নীতি এমন পর্যায়ে চলে গেছে যেখানে সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। বিনা ভোটের সরকার প্রশাসনের হাত ধরে ক্ষমতায় আসার কারণে এমনটি হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২০
এসএমএকে/আরবি/