ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বর্তমান সরকার ১/১১ সরকারের ধারাবাহিকতা: ড. মোশাররফ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১২ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০২০
বর্তমান সরকার ১/১১ সরকারের ধারাবাহিকতা: ড. মোশাররফ ড. খন্দকার মোশাররফ হোসেন

ঢাকা: ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে এক-এগারো সরকারের ধারাবাহিকতা বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

তিনি বলেন, এক-এগারো সরকার দেশে বিরাজনীতিকরণের জন্য এসেছিল।

দেশে গণতন্ত্রকে হত্যা করা ও মাইনাস টু-এর নামে মাইনাস ওয়ান অর্থাৎ খালেদা জিয়াকে মাইনাস করাই তাদের উদ্দেশ্য ছিল।

বুধবার (২ সেপ্টেম্বর) রাতে খালেদা জিয়ার কারাবন্দি দিবস উপলক্ষে ভার্চ্যুয়াল আলোচনা সভায় এসব কথা বলেন ড. মোশাররফ।

তিনি বলেন, মঈনুদ্দিন-ফখরুদ্দিন সরকার যেমনভাবে গায়ের জোরে অসাংবিধানিকভাবে ক্ষমতায় ছিল, আজকের সরকারও গায়ের জোরে অবৈধভাবে ক্ষমতায় আছে এবং একই কাজ করে যাচ্ছে। মানুষের অধিকার হরণ করছে, গণতন্ত্রকে হত্যা করছে এবং দেশকে একটা অন্ধকার গহবরে ফেলে দি্য়েছে।

এর ধরাবাহিকতায় দেশনেত্রীকে মিথ্যা মামলায় কারাগারে যেতে হয়েছে। এটা ষড়যন্ত্রের অংশ, একই ষড়যন্ত্রের অংশ হিসেবে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজকে বিদেশে অবস্থান করছেন, সেই ষড়যন্ত্রে বিএনপির নেতাকর্মী এমন কেউ নেই যাদের বিরুদ্ধে মামলা নেই, বলেন ড. মোশাররফ।

খালেদা জিয়ার কারাবন্দি দিবসের ভার্চ্যুয়াল আলোচনায় সভা বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, এই সরকারের ভিত্তি হচ্ছে মঈনউদ্দিন-ফখরুদ্দিন সরকারের সময়ে। আপনারা যদি ভালোভাবে বিশ্লেষণ করেন তাহলে দেখবেন যে, মঈনউদ্দিন-ফখরুদ্দিন সরকারের একই ধারাবাহিকতায় আজকে এই সরকার চলছে।

তিনি বলেন, এখন যেটা আমাদের করতে হবে খালেদা জিয়ার সম্পূর্ণ মুক্ত করতে হবে। অর্থাৎ তার মুক্তি মানে গণতন্ত্রের মুক্তি, তার মুক্তির সঙ্গে দেশের গণতন্ত্রের মুক্তি একবারে ওতোপ্রতোভাবেই জড়িত হয়ে গেছে এখন। আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে একেবারে ওয়ার্ড থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত কাজ করি, আমাদের নেত্রীর মুক্তির ব্যবস্থা করি, গণতন্ত্রের মুক্তির ব্যবস্থা করি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় এই ভার্চ্যুয়াল আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্মমহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বক্তব্য দেন। সভায় লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্ত ছিলেন।

১/১১ সরকারের আমলে ২০০৭ সালে ২ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে গ্রেফতার করা হয়। এরপর থেকে দিনটিকে বিএনপি কারাবন্দি দিবস হিসেবে পালন করে আসছে।

বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০২০
এমএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।