ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

কালাই পৌরসভায় বিএনপির মেয়র প্রার্থী আনিসুর রহমান

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২০
কালাই পৌরসভায় বিএনপির মেয়র প্রার্থী আনিসুর রহমান বিএনপির লোগো

ঢাকা: জয়পুরহাটের কালাই পৌরসভা উপ-নির্বাচনে মেয়র পদে বিএনপির মনোনয়ন পেয়েছেন আনিসুর রহমান।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় থেকে মহাসচিবের স্বাক্ষর করা দলীয় মনোনয়নের চিঠি গ্রহণ করেন তিনি।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বাংলানিউজকে জানান, জয়পুরহাট জেলা বিএনপির সদস্য আনিসুর রহমানকে কালাই পৌরসভার মেয়র নির্বাচনে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। সোমবার বিকেলে চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার মহাসচিবের স্বাক্ষরিত দলীয় মনোনয়নপত্রের চিঠি তার হাতে তুলে দেন। এসময় জয়পুরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা উপস্থিত ছিলেন।

জানা গেছে, ২০১৫ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনেও বিএনপির প্রার্থী ছিলেন আনিসুর রহমান। তিনি আওয়ামী লীগের প্রার্থী হালিমুল আলম জনের কাছে পরাজিত হন। গত ৫ ফেব্রুয়ারি হালিমুল আলম জনের মৃত্যুতে পদটি শূন্য হয়।

আগামী ১০ অক্টোবর ওই পৌরসভায় ভোটগ্রহণ করা হবে। আগামী ১৫ সেপ্টেম্বর মনোনয়পত্র জমা দেওয়ার শেষ দিন।  

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২০
এমএইচ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।