ফেনী: ফেনীর শহরতলীর কাজীরবাগ ইউনিয়নের রাণীরহাটের একটি কমিউনিটি সেন্টার থেকে জামায়াত-শিবিরের ৪৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় বেশ কিছু সাংগঠনিক বই ও লিফলেট উদ্ধার করা হয়।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে বাজারের হক কমিউনিটি সেন্টারে ফেনী শহর ছাত্র শিবির আয়োজিত ‘নবীনবরণ’ অনুষ্ঠানের খবর পায় স্থানীয় আওয়ামী লীগ। পরে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা কমিউনিটি সেন্টারটি ঘেরাও করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে।
কাজীরবাগ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী বুলবুল আহম্মদ সোহাগ বলেন, জামায়াত-শিবির রাণীরহাটের হক কমিউনিটি সেন্টারে জড়ো হয়ে নাশকতার পরিকল্পনা করছিল। খবর পেয়ে আমরা সেখানে অবস্থান নেই এবং ঘেরাও করে পুলিশে খবর দেই। পরে পুলিশ গিয়ে তাদের আটক করে।
পুলিশ জানায়, দুপুরে হক কমিউনিটি সেন্টারে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা গণজমায়েত করে অনুষ্ঠান করছে, এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় ইসলামী ছাত্র শিবির ফেনী শহর শাখার ব্যানারে ‘নবীনবরণ’ অনুষ্ঠানে যোগদানকালে ৪৩ জনকে আটক করা হয়। এক পর্যায়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে জামায়াত-শিবিরের অধিকাংশ কর্মী পালিয়ে যায়। এ সময় সাংগঠনিক বই ও লিফলেট উদ্ধার করা হয়।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন জানান, আটকদের জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২০
এসএইচডি/আরবি/