ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বঙ্গবন্ধুর সমাধিতে শেখ ফজলে শামস পরশের শ্রদ্ধা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪১ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২০
বঙ্গবন্ধুর সমাধিতে শেখ ফজলে শামস পরশের শ্রদ্ধা

গোপালগঞ্জ: সংগঠনের হারানো ঐতিহ্য ও গৌরব ফিরিয়ে আনতে কাজ করবে নতুন কমিটি এমন মন্তব্য করে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে সামস্ পরশ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রেখে মানুষের পাশে থাকবে নতুন কমিটি।

সোমবার (১৬ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেন তিনি।

শেখ ফজলে শামস্ পরশ আরো বলেন, মুক্তিযুদ্ধের স্বপক্ষে মেধাভিত্তিক রাজনীতির প্রচলন ঘটানো হবে। যুবলীগ মেধাভিত্তিক রাজনীতিতে বিশ্বাস করে। আমরা কে কোন পদ বা পদবী পেল তাতে বিশ্বাস করিনা। দেশের জন্য কে কতটুকু দিতে পারলো সে দিকে বিচার করা হবে।

পরশ আরো বলেন, দুর্নীতিবাজ ও সন্ত্রাসীদের এ দলে ঠাঁই হবে না। দেশে যেসব জেলায় কমিটি করা হয়নি, সে কমিটিগুলোও হাল নাগাদ করা হবে। শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ায় কাজ করবে যুবলীগ।

এর আগে সোমবার বিকেল ৩টায় টুঙ্গিপাড়ায় পৌঁছায় কেন্দ্রীয় যুবলীগের নব-নির্বাচিত কমিটির নেতারা।
 
এরপর যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শাসম পরশের নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা। এরপর বঙ্গবন্ধু ও পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তারা।

শ্রদ্ধা নিবেদন শেষে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলে ফাহিম বলেন, বঙ্গবন্ধু তার রাজনীতি জীবনে ১৮ বছর জেল খেটেছেন। তার যে দর্শন ও লক্ষ্য ছিল সেটাকে বাস্তবায়ন করে যে ছাত্র সমাজের নেতারা তাদের নিয়ে যুবলীগ গঠন করা হয়েছে। স্বাধীনতা যুদ্ধে মুজিব বাহিনীর আবদান, সংগঠন করা, মুক্তিযুদ্ধ করা, দেশ গড়া যে প্রত্যয় ছিল সেটাকেই আমরা ভিত্তি করে সামনের দিকে এগিয়ে যাবো।  

সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফজলে নাঈম বলেন, আমরা পিছন দিকে না গিয়ে সামনে দিকে এগিয়ে যেতে চাই। সামনের ভুলগুলো শুধরে যুব সমাজকে রাজনীতিতে ফিরিয়ে আনতে নতুন এ কমিটি কাজ করবে। এ কমিটি মানুষের জন্য, দেশের জন্য, দলের জন্য আরো অনেক ভাল কাজ করবে। প্রধানমন্ত্রীর স্বপ্নের সোনার বাংলা উপহার দেওয়ার জন্য আমরা সেখানে অংশগ্রহণ করে এগিয়ে যাবো।

সংগঠনটির সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে যুবলীগ এগিয়ে যাচ্ছে। আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য একটাই থাকবে দেশ ও মানুষের কল্যাণে যে সব যুবক কাজ করবে তাদের নেতৃত্বে আনার পাশাপশি তৃণমূল পর‌্যন্ত দলকে ঢেলে সাজানো হবে।

এ সময় কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেল উদ্দিন, মুজিবুর রহমান চৌধুরী নিক্সন এমপি, মো. রফিকুল আলম, আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন, জেলা যুবলীগের সভাপতি জি এম সাহাবুদ্দিন আজম, সাধারণ সম্পাদক এমবি সাইফ বি, সাংগঠনিক সম্পাদক শফিকুল রহমান শুক্তি, গোপালগঞ্জ সদর উপজেলা যুবলীগের সভাপতি জাহেদ মাহমুদ বাপ্পীসহ নব-নির্বাচিত কমিটির নেতারা ও স্থানীয় যুবলীগ নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।