ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

রক্ত দিয়ে হলেও ধর্ম ব্যবসায়ীদের ষড়যন্ত্র রুখে দেওয়া হবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২০
রক্ত দিয়ে হলেও ধর্ম ব্যবসায়ীদের ষড়যন্ত্র রুখে দেওয়া হবে

জামালপুর: তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেছেন, যেকোনো মূল্যে ধর্ম ব্যবসায়ীদের ষড়যন্ত্র রক্ত দিয়ে হলেও রুখে দেওয়া হবে।

শনিবার (১৫ ডিসেম্বর) দুপুরে ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে ধর্ম প্রতিমন্ত্রীর গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মুরাদ হাসান বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য বিরোধীতার নামে তারা দেশের ভিতরে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিরও পাঁয়তারা করছে।

ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল লতিফের সভাপতিতে বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, হেফাজত ইসলামের নতুন কমটির সভাপতি সফি আর মমিনুল ইসলাম ধর্মকে ব্যবসায় রূপান্তর করেছেন।

সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর্জা আজম এমপি।

বিশেষ অতিথি রয়েছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মারুফা আক্তার পপি, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহম্মেদ চৌধুরী, জামালপুর সদর আসনের এমপি ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন, সংরক্ষিত আসনের এমপি হোসনে আরা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জিএসএম মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. সরোয়ার জাহান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।