ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

যারা স্বাধীনতা মানে না তারাই ভাস্কর্য ভাঙার সঙ্গে জড়িত: হানিফ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২০
যারা স্বাধীনতা মানে না তারাই ভাস্কর্য ভাঙার সঙ্গে জড়িত: হানিফ

কুষ্টিয়া: বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, এখনও যারা মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাকে বিশ্বাস করে না, মানে না তারাই বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙেছে।

রোববার (৬ ডিসেম্বর) দুপুরে কুষ্টিয়া জেলা প্রশাসন ভবনের সম্মেলন কক্ষে জেলা আইন শৃংখলা কমিটির সভায় যোগদানকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর ভাস্কর্যের ওপর যে হামলা হয়েছে, রাতের অন্ধকারে কাপুরুষের মতো এই হামলার তীব্র নিন্দা জানায় এবং প্রতিবাদ করি।

তিনি বলেন, যারা হামলা করেছে তারা বেশ কিছুদিন ধরেই দেশে ধর্মের নামে বিভিন্ন সময় ভুল ব্যাখ্যা দিয়ে সরল মানুষকে বিভ্রান্ত করে সরকারের বিরুদ্ধে লেলিয়ে দেওয়ার চেষ্টা করেছে। এদের মূল লক্ষ্য ধর্ম নয় অন্য কিছু। এরা হচ্ছে ৭১’র পরাজিত শক্তি। হেফাজতে ইসলাম বা অন্য যেসব ধর্মীয় রাজনৈতিক দল আছে, প্রত্যেকটা দলের শীর্ষ পর্যায়ের নেতারা সেই সময় হয় রাজাকার ছিল অথবা রাজাকার পরিবারের সন্তান।

মাহবুব উল আলম হানিফ বলেন, যারা দেশের স্বাধীনতা মানতে পারেনি, এখন পর্যন্ত মুক্তিযুদ্ধের মূল চেতনা আমাদের সংবিধানকে স্বীকার করে না, তারাই ভাস্কর্য ভাংচুরের ঘটনা ঘটিয়েছে। এটা দেশের ওপর হামলা, বাংলাদেশের অস্তিত্বের ওপর হামলা। এদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবেন প্রশাসন।

এসময় কুষ্টিয়া জেলা প্রশাসক আসলাম হোসেন, পুলিশ সুপার এসএম তানভির আরাফাতসহ দলীয় নেতাকর্মী এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০২০
এইচএমএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।