ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

জাতীয় শ্রমিক জোটের সভাপতি কাদের,  সা. সম্পাদক বাদল খান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২০
জাতীয় শ্রমিক জোটের সভাপতি কাদের,  সা. সম্পাদক বাদল খান

ঢাকা: বাংলাদেশ জাতীয় শ্রমিক জোটের সভাপতি হলেন আ. কাদের হাওলাদার এবং সাধারণ সম্পাদক হয়েছেন বাদল খান।

শুক্রবার (১১ ডিসেম্বর) রাজধানীর তোপখানায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে বাংলাদেশের জাতীয় শ্রমিক জোটের কেন্দ্রীয় কাউন্সিলে এ নেতৃত্ব নির্বাচন করা হয়।

কাউন্সিল অধিবেশনে সভাপতিত্ব করেন আ. কাদের হাওলাদার। অধিবেশন পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক বাদল খান।

কাউন্সিল অধিবেশনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া ও সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য নাজমুল হক প্রধান, কবি মোহন রায়হান, আনোয়ারুল ইসলাম বাবু, মাহাতাবউদ্দিন সহিদ প্রমুখ।

কাউন্সিল অধিবেশন থেকে বন্ধ হওয়া পাটকল চালু, চিনিকল বন্ধ করার ঘোষণা প্রত্যাহার, গার্মেন্টস, পাদুকা, নির্মাণ, বডি বিল্ডার্সসহ সব শ্রমিকদের ন্যায্য দাবি দাওয়া মেনে নেওয়ার জন্য জোর দাবি জানানো হয়। এছড়াও জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা, করোনাকালীন চাকরিচ্যুত শ্রমিকদের পুনর্বাসনের দাবি জানানো হয়।

কাউন্সিলে সর্বসম্মতিক্রমে আ. কাদের হাওলাদারকে সভাপতি, বাদল খানকে সাধারণ সম্পাদক, সৈয়দ খালেদ হায়াতকে কার্যকরী সভাপতি, মাহাতাবউদ্দিন সহিদকে যুগ্ম সাধারণ সম্পাদক, শামসুল হককে সাংগঠনিক সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট দুই বছর মেয়াদী নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়।

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২০
আরকেআর/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।