ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

মীর আব্দুস সবুর আসুদ জাপা চেয়ারম্যানের বিশেষ সহকারী

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২১
মীর আব্দুস সবুর আসুদ জাপা চেয়ারম্যানের বিশেষ সহকারী

ঢাকা: জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদকে দলের চেয়ারম্যানের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার (০৬ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বুধবার এক সাংগঠনিক আদেশে জাপা চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের পার্টির গঠনতন্ত্রের ২০/১ (১) ক ধারা মোতাবেক দলের প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদকে পার্টির চেয়ারম্যানের বিশেষ সহকারী পদে নিয়োগ দিয়েছেন। যা ইতোমধ্যে কার্যকর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২১
এসএমএকে/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।