ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

আওয়ামী লীগ অসহায় মানুষের সরকার: এমপি খোকন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২১
আওয়ামী লীগ অসহায় মানুষের সরকার: এমপি খোকন

মেহেরপুর: মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন বলেছেন, অর্থের অভাবে কোনো মানুষ না খেয়ে থাকবে না। চিকিৎসার অভাবেও কেউ মারা যাবে না।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে নিজ কার্যালয়ে গাংনী উপজেলার বিভিন্ন গ্রামের দুস্থ-অসহায় ও হতদরিদ্রদের মধ্যে চেক বিতরণকালে তিনি এ কথা বলেন।

এমপি খোকন বলেন, বর্তমান সরকার অসহায় মানুষের সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের অসহায় দুস্থ মানুষের কল্যাণে কাজ করছেন। তাই তিনি কল্যাণ ফান্ডের মাধ্যমে দেশের মানুষের কল্যাণে কাজ করছেন।

এ সময় গাংনী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাস্টার, মেহেরপুর জেলা পরিষদের সদস্য তৌহিদ মূর্শেদ অতুল, সাবেক ছাত্র নেতা রবিউল ইসলাম, যুবলীগ নেতা জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।