ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

রাজনীতি

ফেনীর শর্শদী ইউপি চেয়ারম্যান বহিষ্কার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১২ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২১
ফেনীর শর্শদী ইউপি চেয়ারম্যান বহিষ্কার মো. জানে আলম ভূঞা

ফেনী: ফেনী সদরের শর্শদী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. জানে আলম ভূঞাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

বাংলানিউজকে চিঠির সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ড. মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম।  

মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. আবুজাফর রিপন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে,  যেহেতু শর্শদী ইউপি চেয়ারম্যান মো. জানে আলম ভূঞার বিরুদ্ধে ফেনী জেলার গ্রাম পুলিশদের পোশাক ও সরঞ্জামাদি সরবরাহের নিমিত্তে ধার্যকৃত তারিখে দরপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়ে একজন দরপত্রদাতাকে অপরহরণ ও মারধরের ঘটনায় ফেনী মডেল থানায় মামলা দায়ের হওয়ায় জনস্বার্থে তার দ্বারা ইউনিয়ন পরিষদে ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন নয় মর্মে সরকার মনে করে।  

সেহেতু জানে আলম ভূঞাকর্তৃক সংঘটিত অপরাধমূলক কার্যক্রম পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ধারা ৩৪(১) অনুযায়ী তাকে তার স্বীয় পদ থেকে সাময়িক বহিষ্কার করা হলো বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।  

প্রজ্ঞাপনে আরও বলা হয়, এ আদেশ যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারি করা হলো এবং অবিলম্বে তা কার্যকর হবে।  

উল্লেখ্য, এ ঘটনায় গত বছরের ২৭ ডিসেম্বর ভুক্তভোগী ঠিকাদার টাঙ্গাইলের খলিলুর রহমান (৪৭) ফেনী মডেল থানায় পাঁচ জনের নামোল্লেখে ও তিন জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন। মামলার ৫ নম্বর আসামি হিসেবে গত ৩১ ডিসেম্বর ইউপি চেয়ারম্যান জানে আলম ভূঞাকে গ্রেফতার করে পুলিশ। তিনি বর্তমানে কারাগারে রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২১
এসএইচডি/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।