ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে নাটোর যুবলীগের বিরোধ

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৭ ঘণ্টা, জুন ২৩, ২০১০

নাটোর: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েছেন জেলা যুবলীগের নেতারা।

এলজিইডি’র তিন কোটি টাকার কাজ নিয়ে সংঘর্ষের পর আজ বুধবার যুবলীগ নেতারা প্রতিমন্ত্রীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন ডাকেন।



জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম শিমুল সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিহিংসার বশে প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার পুলিশকে দিয়ে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা সাজিয়েছেন।

তিনি আরও বলেন, ‘প্রতিমন্ত্রীর পুত্ররা সরকারের বিভিন্ন দপ্তরে সাধারণ ঠিকাদারদের দরপত্র দিতে বাধা দিচ্ছেন। তারা ঠিকাদারদের গুলি পর্যন্ত করছেন। এমনটা চলতে দেওয়া যায় না। ’

মঙ্গলবারের যুবলীগের দু’গ্রুপের সংঘর্ষের পর জেলা যুবলীগের সভাপতি সভাপতি শরিফুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলামসহ ৭৮ জনের বিরুদ্ধে আজ বুধবার থানায় মামলা হয়।

এর আগে কাজের ভাগ নিয়ে মঙ্গলবার জেলা যুবলীগ এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারের বড় ছেলে সোহেল সরকারের গ্রুপের মধ্যে সংঘর্ষে পাঁচজন আহত হন। এ ঘটনায় একটি বিদেশি পিস্তল, একটি শাটারগান ও তিন রাউন্ড গুলিসহ ১০ হামলাকারীকে গ্রেপ্তার কর হয়।

বাংলাদেশ স্থানীয় সময়:২০৩৪ ঘণ্টা, জুন ২৩, ২০১০
স্বপন দাস/বিকে/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।