ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

রাজনীতি

দেশ এখন মাফিয়াদের নিয়ন্ত্রণে: রিজভী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২১
দেশ এখন মাফিয়াদের নিয়ন্ত্রণে: রিজভী

ঢাকা: দেশের আইন-আদালত, প্রশাসন সব সরকারের কব্জায় দাবি করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশ এখন মাফিয়াদের নিয়ন্ত্রণে চলে গেছে। আইন-আদালত সবকিছু চলছে তাদের নির্দেশে।

শুক্রবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর শান্তিনগর এলাকায় তারেক রহমানকে সাজা দেওয়ার প্রতিবাদে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল শেষে এ সব কথা বলেন তিনি।

বিক্ষোভ মিছিলের জন্য সমবেত হলে পুলিশ স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের লাঠিচার্জ করে। এ সময় পুলিশের লাঠিপেটায় কয়েকজন নেতাকর্মী আহত হন।

মিছিলে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েল, সহ-সভাপতি রফিক হাওলাদার, এসএম জিলানি, নজরুল ইসলাম, ডা. জাহিদসহ স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২১
এমএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।