ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

রাজনীতি

তারেকের সাজার প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২১
তারেকের সাজার প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ বিক্ষোভ মিছিল

ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সাজা দেওয়ার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল।

শনিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের আয়োজনে রাজধানীর মতিঝিল এলাকায় এ বিক্ষোভ মিছিল করা হয়।

মিছিলটি বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের গোপীবাগের বাসা থেকে শুরু হয়ে মতিঝিল মধুমিতা সিনেমা হলের সামনে গিয়ে শেষ হয়। এতে অংশ নেওয়া নেতাকর্মীরা তারেক রহমানের সাজা বাতিলের দাবি জানান।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন- শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি আনোয়ার হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুল করিম মজুমদার, দক্ষিণ শ্রমিক দলের সভাপতি কাজী মোহাম্মদ আমীর খসরু, সাধারণ সম্পাদক মাহবুব আলম বাদল, সিনিয়র যুগ্ম সম্পাদক বদরুল আলম সবুজ, দপ্তর সম্পাদক ও ধানমন্ডি থানা সভাপতি আবু কাওসার ভূঁইয়া, মতিঝিল থানা সভাপতি আনোয়ার হোসেনসহ শতাধিক নেতাকর্মী।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২১
এমএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।