ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

রাজনীতি

সমাবেশে হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন রিজভী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২১
সমাবেশে হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন রিজভী বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারাবন্দিত্বের তিনবছর পূর্তি উপলক্ষে সোমবার (০৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে প্রেসক্লাবের সামনে সমাবেশ চলছিল। সমাবেশে বক্তব্য দেওয়ার শেষ দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

 

বক্তৃতা শেষ হওয়ার পরপরই দাঁড়োনো অবস্থা থেকে পড়ে যাচ্ছিলেন তিনি। পরে তাকে রাজধানীর কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যান বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।

সেখানে স্বাস্থ্য পরীক্ষা করলে তার ডায়াবেটিস বেড়ে গেছে বলে জানান চিকিৎসক। পরীক্ষা-নিরীক্ষা শেষে তিনি হাসপাতাল থেকে বাসায় ফিরে যান।

কিছুদিন আগে রুহুল কবির রিজভী হার্ট অ্যাটাক করে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে পরে ল্যাবএইড হাসপাতালে দুই দফা ভর্তি হন। সেখানে তার হার্টে রিং পরানো হয়।

বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২১
এমএইচ/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।