ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

রাজনীতি

বন্ধ রি-রোলিং মিল চালুর দাবিতে শ্রমিক ফ্রন্টের সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২১
বন্ধ রি-রোলিং মিল চালুর দাবিতে শ্রমিক ফ্রন্টের সমাবেশ

ঢাকা: বন্ধ রি-রোলিং কারখানাগুলো (মিল) চালু, বন্ধকালীন শ্রমিকদের আইনানুগ মজুরি দেওয়া, নিয়োগপত্র-পরিচয়পত্র দেওয়া ও সরকার ঘোষিত মজুরি কাঠামো বাস্তবায়নের দাবিতে রি-রোলিং স্টিল মিলস শ্রমিক ফ্রন্ট মিছিল ও সমাবেশ করেছে।
 
মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।

রি-রোলিং স্টিল মিলস শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি ইমাম হোসেন খোকনের সভাপতিত্বে শ্রমিক সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আহসান হাবিব বুলবুল, রি-রোলিং স্টিল মিলস শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আবু নাঈম খান বিপ্লব, শ্যামপুর-কদমতলী শিল্পাঞ্চলের সহ-সাধারণ সম্পাদক রেজাউল করিম, নারায়ণগঞ্জ জেলার সহ-সভাপতি গোলাম মোস্তফা, ফতুল্লা শিল্পাঞ্চল শাখার সাধারণ সম্পাদক গোলাম রব্বানী।

সমাবেশে নেতারা বলেন, শ্যামপুর-কদমতলী, ফতুল্লা শিল্পাঞ্চলের অর্ধ শতাধিক রি-রোলিং কারখানা ব্যবসায়িক কারণে বন্ধ। বন্ধ কারখানায় মজুরি না পাওয়ায় হাজারো শ্রমিক পরিবার  নিয়ে অনাহারে-অর্ধাহারে মানবেতর জীবনযাপন করছে। রি-রোলিং কারখানায় নিয়োগপত্র পরিচয়পত্র না থাকায় শ্রমিকরা আইনের আশ্রয় নিতে পারছেন না।

নেতারা আরও বলেন, রি-রোলিং কারখানার মালিকরা কোনো আইনের তোয়াক্কা করে না। কল-কারখানা পরিদর্শন অধিদপ্তরকে লিখিত অভিযোগ দিলেও তারা কার্যকর পদক্ষেপ নেয়নি। কারখানাগুলোতে সরকার ঘোষিত মজুরি কাঠামোরও কোনো বাস্তবায়ন হয়নি। এ অবস্থায় সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ ভূমিকা না নিলে এ অঞ্চলের রি-রোলিং কারখানার হাজারো শ্রমিক হয়ে পড়বেন।

অবিলম্বে কারখানাগুলো চালু এবং বন্ধকালীন শ্রমিকদের আইনানুগ মজুরি দেওয়ার দাবি করেন শ্রমিক নেতারা ।

বাংলাদেশ সময়: ০৪৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২১
আরকেআর/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।