ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

রাজনীতি

জাপায় যোগ দিলেন আইনজীবী এমদাদুল হক 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২১
জাপায় যোগ দিলেন আইনজীবী এমদাদুল হক 

ঢাকা: জাতীয় পার্টিতে (জাপা) যোগ দিয়েছেন কুড়িগ্রাম জজ কোর্টের সাবেক এডিশনাল পিপি ও সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট এমদাদুল হক।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে জাপার চেয়ারম্যানের কার্যালয়ে দলীয় চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদেরের হাতে ফুল দিয়ে তিনি দলটিতে যোগ দেন।



এসময় জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, প্রেসিডিয়াম সদস্য ও জাপা চেয়ারম্যানের বিশেষ সহকারী মীর আবদুস সবুর আসুদ, কুড়িগ্রামের রাজীবপুর উপজেলা জাতীয় যুব সংহতির সিনিয়র সহ সভাপতি মো. ফরিদ পাটেয়ারী, রাজীবপুর উপজেলা ছাত্র সমাজ সভাপতি নাজিমুদ্দৌলা, জাতীয় পার্টি উলিপুর পৌর সভাপতি রফিকুল আলম এবং জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় এনজিও বিষয়ক সম্পাদক মোস্তফা সুমন উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২১
এসএমএকে/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।