ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

রাজনীতি

সাবেক এমপি জহির উদ্দিন স্বপন হাসপাতালে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২১
সাবেক এমপি জহির উদ্দিন স্বপন হাসপাতালে জহির উদ্দিন স্বপন

ঢাকা: সাবেক এমপি বিএনপির কমিউনিকেশন সেলের প্রধান সম্পাদক জহির উদ্দিন স্বপন অসুস্থ হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, জহির উদ্দিন স্বপনকে রোববার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি আরও বলেন, খাবার বদহজম হওয়ার ফলে পেটে প্রচণ্ড ব্যথা হওয়ায় তাকে ধানমন্ডি ল্যাবএইড হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়েছে। তিনি ডা. জেড জামানের তত্ত্বাবধায়নে চিকিৎসাধীন। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার রোগমুক্তির জন্য পরিবারের পক্ষ থেকে দেশাবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

জহির উদ্দিন স্বপন ২০০১ সালে বরিশাল-১ আসনে বিএনপি থেকে নির্বাচন করে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছিলেন। তার বাড়ি বরিশালের গৌরনদী উপজেলায়।

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২১
এমএইচ/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।