ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

রাজনীতি

সস্ত্রীক টিকা নিলেন যুবলীগ চেয়ারম্যান পরশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২১
সস্ত্রীক টিকা নিলেন যুবলীগ চেয়ারম্যান পরশ টিকা নিচ্ছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।

ঢাকা: করোনা ভাইরাসের (কোভিড-১৯) টিকা নিয়েছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং তার স্ত্রী বিশিষ্ট আইনজীবী নাহিদ সুলতানা যুথী।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে টিকা গ্রহণ করেন তারা।

কোভিডের টিকা গ্রহণ শেষে শেখ ফজলে শামস পরশ বলেন, কোনো ধরনের গুজব-অপপ্রচারে কান না দিয়ে স্বাস্থ্য সুরক্ষার জন্য সবাই টিকা গ্রহণ করুন। অনেক দেশের আগেই শুধু রাষ্ট্রনায়ক শেখ হাসিনার কারণে আমরা আগে টিকা পেয়ে গেছি। তাই পরিবারের সুরক্ষার স্বার্থে ও দেশের মানুষের সুরক্ষার স্বার্থে সবাই টিকা গ্রহণ করুন। টিকা গ্রহণের পরেও মাস্ক পরিধান অব্যাহত রাখুন।

তিনি আরও বলেন, আমরা টিকা নিয়েছি, আপনারাও টিকা গ্রহণ করুন। এখানে ভয়ের কিছু নেই।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২১
এমইউএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।