ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

রাজনীতি

ভোলায় দুই কাউন্সিলর প্রার্থীর সংঘর্ষে আহত ২০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২১
ভোলায় দুই কাউন্সিলর প্রার্থীর সংঘর্ষে আহত ২০ দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া । ছবি: বাংলানিউজ

ভোলা: ভোলায় দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া ও বিক্ষুদ্ধ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকালে ভোলা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পুলিশ লাইন্স সংলগ্ন তিন রাস্তার মোড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় একটি নির্বাচনী অফিস ভাঙচুরের ঘটনাও ঘটেছে।

ওই ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আসাদ হোসেন জুম্মান ও শওকাত হোসেন সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে প্রাথমিকভাবে সেচ্ছাসেবকলীগ নেতা মহসিন, খলিল, ইকবাল, কামরুল, রুবেল ও ফারুকের নাম পাওয়া গেছে। এ ঘটনায় উভয় প্রার্থী একের অপরের বিরুদ্ধে পাল্টা-পাল্টি অভিযোগ তুলেছেন।

স্থানীয়রা জানান, কাউন্সিলর প্রার্থী জুম্মানের সমর্থকরা সকালের দিকে পুলিশ লাইন সংলগ্ন তিন রাস্তার মোড়ে গণসংযোগ করছিলেন। এ সময় অপর প্রার্থী শওকাত গ্রুপের সমর্থকদের সঙ্গে বাক-বিতণ্ডার একপর্যায়ের ধাওয়া পাল্টা-ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপ।  ছবি: বাংলানিউজ

কাউন্সিলর প্রার্থী জুম্মান অভিযোগ করে বাংলানিউজকে বলেন, আমার নির্বাচনী অফিস ভাঙচুর ও কর্মীদের বাড়িতে হামলা চালিয়েছে কাউন্সিলর প্রার্থী শওকতের কর্মীরা। এতে আমার ৩০-৪০ জন সমর্থক আহত হয়েছেন।
  
অপর কাউন্সিলর প্রার্থী শওকত পাল্টা অভিযোগে করে বাংলানিউজকে বলেন, আমার কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে জুম্মান গ্রুপের লোকজন। এতে আমার কর্মী-সমর্থকরা আহত হয়েছেন।
  
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বাংলানিউজকে জানান, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণ রয়েছে। ঘটনাস্থল পুলিশ মোতায়েন রয়েছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।