ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

রাজনীতি

খাগড়াছড়ি পৌরসভার দায়িত্ব নিলেন নতুন মেয়র নির্মলেন্দু চৌধুরী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২১
খাগড়াছড়ি পৌরসভার দায়িত্ব নিলেন নতুন মেয়র নির্মলেন্দু চৌধুরী ...

খাগড়াছড়ি: খাগড়াছড়ি পৌরসভার নবনির্বাচিত মেয়র নির্মলেন্দু চৌধুরী দায়িত্ব গ্রহণ করেছেন। একইসঙ্গে পৌরসভার ৭ম পৌর পরিষদের কাউন্সিলররা দায়িত্ব নেন।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকালে খাগড়াছড়ি পৌরসভার সম্মেলন কক্ষে আয়োজিত দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শরণার্থী পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা।
 
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদায়ী মেয়র মো. রফিকুল আলম। এসময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রিজিয়নের প্রতিনিধি মেজর সালাউদ্দিন, পুলিশ সুপার মো. আব্দুল আজিজ, সদর উপজেলা চেয়ারম্যান মো. শানে আলম, জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট আশুতোষ চাকমাসহ প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিসহ জেলার বিশিষ্ট নাগরিকরা।

নবনির্বাচিত মেয়র নির্মলেন্দু চৌধুরী আধুনিক পৌর শহর গড়তে কাজ করে যাওয়ার অঙ্গীকার করেন।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২১
এডি/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।