ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের কমিটি বিলুপ্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২১
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের কমিটি বিলুপ্ত লোগো

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ মহানগর যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্র। বুধবার (১৭ ফেব্রুয়ারি) রাতে এ সিদ্ধান্ত নেন কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু।

 

বিষয়টি নিশ্চিত করে কেন্দ্রীয় যুবদলের দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল বলেন, সিদ্ধান্ত নিয়েছেন কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক। সিদ্ধান্ত মোতাবেক ১৭ ফেব্রুয়ারি থেকে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের কমিটি বিলুপ্ত করা হয়েছে।

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের বিলুপ্ত কমিটির সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ জানান, আলহামদুলিল্লাহ। আমি কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতি আস্থাশীল। দল আমাকে যখন যেখানে যেভাবে প্রয়োজন সেখানে রাখতে পারে, এতে আমার কোনো আপত্তি নেই।  

এর আগে দীর্ঘদিন আহ্বায়ক কমিটি থাকার পর নারায়ণগঞ্জ মহানগর যুবদলের কমিটি ২০১৮ সালের ১৯ অক্টোবর পূর্ণাঙ্গ কমিটির আংশিক ঘোষণা করে কেন্দ্র।

বাংলাদেশ সময়: ০২২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।