ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জাপার কর্মসূচি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২১
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জাপার কর্মসূচি

ঢাকা: অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতীয় পার্টি কর্মসূচি ঘোষণা করেছে। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কর্মসূচির মধ্যে রয়েছে- জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা জি এম কাদেরের নেতৃত্বে একটি বিশেষ প্রতিনিধিদল আগামী শনিবার (২০ ফেব্রুয়ারি) দিনগত রাত ১২টা ১ মিনিটে জাতীয় শহীদ মিনারে জাতির বীরশ্রেষ্ঠ সন্তাদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন।

চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয়ে আগামী রোববার (২১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

সভায় সভাপতিত্ব করবেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। এতে পার্টির কেন্দ্রীয় নেতারা অংশগ্রহণ করবেন।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় জাতীয় পার্টির সর্বস্তরের নেতাকর্মীদের উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আহ্বান জানিয়েছেন জাপার মহাসচিব জিয়া উদ্দিন আহমেদ বাবলু।

এছাড়া তিনি জেলা ও উপজেলায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করার জন্য বিশেষভাবে জাপার নেতাদের প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২১
এসএমএকে/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।