ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

ভাষাশহীদদের প্রতি বিকল্পধারার শ্রদ্ধা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২১
ভাষাশহীদদের প্রতি বিকল্পধারার শ্রদ্ধা

ঢাকা: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী ও দলের পক্ষে জাতীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন দলের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান ও দলীয় নেতারা।

রোববার (২১ ফেব্রুয়ারি) একুশের প্রথম প্রহরে বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান এমপি’র নেতৃত্বে বিকল্পধারার নেতারা কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

এ সময় উপস্থিত ছিলেন-দলের জ্যেষ্ঠ সহ-সভাপতি মো. মহসিন চৌধুরী, সহ-সভাপতি ওবায়দুর রহমান মৃধা, যুবধারার সভাপতি মো. আসাদুজ্জামান বাচ্চু, বিকল্পধারা ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি ড. আবু নোমান, সহ-দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম বুলু, বিকল্পধারার মহিলা নেত্রী আয়েশা সিদ্দিকা দিতি, যুবনেতা তাসফিক মান্নান, বিকল্পধারা মহাসচিবের সহকারী একান্ত সচিব জাহাঙ্গীর আলম চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২১
এমএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।