ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

সৈয়দপুরে সাবেক ইউপি চেয়ারম্যানের ইন্তেকাল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২১
সৈয়দপুরে সাবেক ইউপি চেয়ারম্যানের ইন্তেকাল ছাইদুর রহমান সরকার

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরের ৪ নম্বর বোতলাগাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছাইদুর রহমান সরকার আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

সোমবার ( ২২ ফেব্রুয়ারি) সকালে জেলা শহরের নিয়ামতপুর মুন্সিপাড়া নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।  

ছাইদুর রহমান সরকার দীর্ঘদিন ধরে কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন। তিনি দুই ছেলে, দুই কন্যাসহ অসংখ্য আত্বীয়-স্বজন গুণগ্রাহী রেখে গেছেন।  

তার প্রথম জানাজার নামাজ শহরের নিয়ামতপুর মুন্সিপাড়া ঈদগা মাঠে ও দ্বিতীয় জানাজার নামাজ গ্রামের বাড়ি উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের খোর্দ্দ বোতলাগাড়ীতে অনুষ্ঠিত হয়। এরপর বিকেলে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।  

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।