ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

উল্লাপাড়া আ.লীগের সভাপতি রুমি, সা. সম্পাদক মোস্তফা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২১
উল্লাপাড়া আ.লীগের সভাপতি রুমি, সা. সম্পাদক মোস্তফা ফয়সাল কাদের রুমি ও গোলাম মোস্তফা

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ফয়সাল কাদের রুমি সভাপতি ও গোলাম মোস্তফা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন আওয়ামী লীগের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন।

 

ফলাফলে সভাপতি পদে ২৯৯ ভোট পেয়ে ফয়সাল কাদের রুমি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য গাজী শফিকুল ইসলাম শফি পেয়েছেন ১৪৪ ভোট।  

আর সাধারণ সম্পাদক পদে ৩৬৪ ভোট পেয়ে সাংবাদিক গোলাম মোস্তফা বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক উপজেলা চেয়ারম্যান জাহেদুল হক পেয়েছেন ৭০ ভোট।  

এর আগে উল্লাপাড়া বিজ্ঞান কলেজ মাঠে সম্মেলেনের প্রথম অধিবেশন উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান।  

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন।  

উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক গোলাম মোস্তফার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক মেরিনা জাহান কবিতা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু ইউসুফ সূর্য, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ডা. আব্দুল আজিজ, সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য তানভীর ইমাম প্রমুখ।

দ্বিতীয় অধিবেশনে গোপন ব্যালটে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে নেতা নির্বাচন করা হয়।  

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।