ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

পুলিশের মারধরে ৪৯ নেতাকর্মী আহত: ছাত্রদল

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২১
পুলিশের মারধরে ৪৯ নেতাকর্মী আহত:  ছাত্রদল

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): প্রেসক্লাবের সামনে ছাত্রদলের সমাবেশে পুলিশের মারধরে নিজেদের ৪৯ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল।

রোববার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে বাংলানিউজকে এ কথা জানান।

তিনি বলেন, পুলিশের মারধরে আহত ৪৯ নেতাকর্মীর আমরা চিকিৎসা করিয়েছি। এরমধ্যে ১৫ জন গুরুতর আহত। এছাড়া লাঠিচার্জের ফলে আরও অনেকে আহত হয়েছেন।

ছাত্রদল সাধারণ সম্পাদক বলেন, সভা সমাবেশ করা আমাদের সাংবিধানিক অধিকার। একদিকে সরকার ঢাকঢোল পিঠিয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করছে, অন্যদিকে আমাদের সাংবিধানিক অধিকার হরণ করছে। গণতন্ত্র হত্যা করছে। এটা হাস্যকর। জনগণ স্বাধীনতার স্বাদ পাচ্ছে না। আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাঁধা দিয়েছে।

এ ঘটনার প্রতিবাদে আমরা আবার কর্মসূচি দেবো। মাঠ ছাড়বো না।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২১
এসকেবি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।