ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রদল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২১
বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রদল

ঢাকা: লেখক মুশতাক আহমেদের মৃত্যুর প্রতিবাদে ছাত্রদল আহুত কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে একদিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রদল।

রোববার (২৮ ফেব্রুয়ারি) রাতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-দপ্তর সম্পাদক আজিজুল হক সোহেল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বিদ্যমান অবৈধ অগণতান্ত্রিক সরকারের গাত্রদাহ প্রচার মাধ্যমের স্বাধীনতা ভূলণ্ঠনের আরও একটি জলন্ত উদাহরণ কারাবন্দী লেখক মুশতাক হত্যা। এ হত্যাকাণ্ডের প্রতিবাদে রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে ছাত্রদল আহুত বিক্ষোভ সমাবেশে সরকারের পুলিশ বাহিনী কর্তৃক হামলার প্রতিবাদে সোমবার (১ মার্চ) দেশের সব জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয় ইউনিটে বিক্ষোভ মিছিল সমাবেশ হবে।

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল ঘোষিত এ কর্মসূচি পালন করার জন্য সংশ্লিষ্ট ইউনিটের নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২১
এমএইচ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।