ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

এইচ টি ইমামের মৃত্যুতে ওবায়দুল কাদেরের শোক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২২ ঘণ্টা, মার্চ ৪, ২০২১
এইচ টি ইমামের মৃত্যুতে ওবায়দুল কাদেরের শোক এইচ টি ইমামের মৃত্যুতে ওবায়দুল কাদেরের শোক।

ঢাকা: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এক শোক বিবৃতিতে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

বিবৃতিতে তিনি মরহুম এইচ টি ইমাম-এর পবিত্র আত্মার মাগফেরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

বিবৃতিতে তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধ পরিচালনাকারী ঐতিহাসিক মুজিবনগর সরকারের কেবিনেট সেক্রেটারি এইচ টি ইমামের মৃত্যুতে বাংলাদেশ একজন স্বাধীনতা সংগ্রামী ও প্রাজ্ঞ রাজনীতিককে হারিয়েছে। তিনি ছিলেন অসাম্প্রদায়িক প্রগতিশীল আন্দোলন-সংগ্রামের অগ্রপথিক এবং জাতীয় উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব। মহান মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদানের জন্য তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন।  

বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, মার্চ ৪, ২০২১
এসকে/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।