ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

মশাল মিছিল থেকে আটক ৭ ছাত্র নেতার মুক্তি দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, মার্চ ৫, ২০২১
মশাল মিছিল থেকে আটক ৭ ছাত্র নেতার মুক্তি দাবি

ঢাকা: কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর প্রতিবাদে মশাল মিছিল থেকে ছাত্র ইউনিয়ন ও ছাত্র ফ্রন্টের আটক সাত ছাত্র নেতার মুক্তির দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।  

শুক্রবার (৫ মার্চ) দুপুর ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে এ দাবি জানানো হয়।

 

সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমের সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সংগঠনের সহ-সাধারণ সম্পাদক সাজ্জাদ জহির ও প্রেসিডিয়াম সদস্য আব্দুল্লাহ আল কাফি রতন, আটককৃত ছাত্র ইউনিয়ন নেতা তামজীদ হাসান চঞ্চলের বাবা জিয়া হাসান ও জয়িতা চক্রবর্তীর মা মমতা চক্রবর্তী প্রমুখ।  

এ সময় মুশতাক আহমেদের মৃত্যুর বিচার বিভাগীয় তদন্তসহ ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানানো হয়।

সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের জনগণ কখনই ডিজিটাল নিরাপত্তা আইনের মতো অগণতান্ত্রিক কালা-কানুন মেনে নেয়নি, আগামীতেও নেবে না। সবাই ঐক্যবদ্ধ হয়ে আজ এ আইন বাতিলের দাবিতে সোচ্চার হতে হবে। ক্ষমতায় টিকে থাকার জন্য এসব আইন করে জনগণের মত প্রকাশের স্বাধীনতা নিয়ন্ত্রণ করা যাবে না। অবিলম্বে এ আইন বাতিল করতে হবে।

বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, মার্চ ০৫, ২০২১
টিএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।