ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

‘মুজিবনগরের উন্নয়নে প্রধানমন্ত্রী ব্ল্যাংক চেক দিয়ে বলেছেন যা দরকার করে নাও’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৭ ঘণ্টা, মার্চ ৫, ২০২১
‘মুজিবনগরের উন্নয়নে প্রধানমন্ত্রী ব্ল্যাংক চেক দিয়ে বলেছেন যা দরকার করে নাও’

মেহেরপুর: জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি বলেছেন, মুজিবনগরের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্ল্যাংক চেক দিয়ে বলেছে যা দরকার করে নাও। মেহেরপুর জেলার উন্নয়ন দিয়েই শুরু হচ্ছে বাংলাদেশের উন্নয়ন।

মেহেরপুরে যে কাজগুলো বাকি রয়েছে সে কাজগুলো অচিরেই সম্পন্ন করা হবে।

শুক্রবার (৫ মার্চ) বিকেলে মেহেরপুর সদর উপজেলা জাদুখালি স্কুল মাঠে পিরোজপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুস সামাদ বাবলু বিশ্বাসের সভাপতিত্বে বিশাল জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন আহমেদ চুন্নু, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমাম হোসেন মিলু, জেলা আওয়ামী লীগের সদস্য ও জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামীম আরা হীরা প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, মার্চ ০৫, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।