ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

বিএনপির সমাবেশের পথে খণ্ড খণ্ড মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, মার্চ ১০, ২০২১
বিএনপির সমাবেশের পথে খণ্ড খণ্ড মিছিল ছবি: জিএম মুজিবুর

ঢাকা: খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিভিন্ন থানা কমিটির নেতাকর্মীরা বিএনপির সমাবেশে যোগ দিচ্ছেন।

বুধবার (১০ মার্চ) দুপুর ২টার দিকে ঢাকা মহানগর বিএনপির নেতাকর্মীদের মিছিল নিয়ে খিলগাঁও তালতলা মার্কেটের সামনে আয়োজিত সমাবেশে যোগ দিতে দেখা যায়।

বিএনপির নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দিয়ে সমাবেশে যোগ দেন। খিলগাঁও আবুল হোটেল থেকে তালতলা বাজার পর্যন্ত পুরো রাস্তাজুড়ে যুবদল, সেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিকদল, মহিলা দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন।

এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশে সভাপতিত্ব করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য তাবিথ আওয়াল।

বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, মার্চ ১০, ২০২১
আরকেআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।