ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

কর্নেল অলিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন মোদী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, মার্চ ১৩, ২০২১
কর্নেল অলিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন মোদী

ঢাকা: লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

শনিবার (১৩ মার্চ) মেইল বার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কর্নেল (অব.) অলি আহমদকে শুভেচ্ছা জানান।

এলডিপির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ভারতের প্রধানমন্ত্রী তার প্যাডে পাঠানো এক বার্তায় বলেন—প্রিয় ড. কর্নেল অলি আহমদ, শুভ জন্মদিন। এ বছরটিতেও তোমার জীবন সুখ ও সাফল্যে ভরে উঠুক - নরেন্দ্র মোদী।

এর আগে ২০১৮, ২০১৯ ও ২০২০ সালেও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমকে জন্মদিনের শুভেচ্ছা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

১৯৩৯ সালের ১৩ মার্চ অলি আহমদ জন্মগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, মার্চ ১৩, ২০২১
এমএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।