ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

রাজশাহীতে জামায়াত-শিবিরের ১৭ নেতাকর্মী আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, মার্চ ১৬, ২০২১
রাজশাহীতে জামায়াত-শিবিরের ১৭ নেতাকর্মী আটক

রাজশাহী: রাজশাহীতে পুলিশের অভিযানে জামায়াত-শিবিরের ১৭ নেতাকর্মীকে আটক করা হয়েছে। মহানগরীর বিভিন্ন থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ পৃথক অভিযান পরিচালনা করে তাদের কাছ থেকে জিহাদি বই ও দেশি অস্ত্র উদ্ধার করেছে।

মঙ্গলবার (১৬ মার্চ) দুপুরে রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (সদর) গোলাম রুহুল কুদ্দুস এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মহানগরে নাশকতার পরিকল্পনা করছিলেন আটকরা। গোপনে খবর পেয়ে বোয়ালিয়া মডেল থানা পুলিশ বর্ণালির মোড় এলাকার একটি বাড়ি থেকে ১০ জনকে আটক করে। পরে তাদের দেওয়া তথ্যে ডিবি পুলিশ ও কাটাখালী থানা পুলিশ অভিযান চালিয়ে আরও ৭ জনকে আটক করে।

আটকরা সবাই জামায়াত-শিবিরের পদধারী নেতাকর্মী। অভিযানের সময় তাদের কাছে থেকে বিপুল পরিমাণ জিহাদি বই ও দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, মার্চ ১৬, ২০২১
এসএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।